কেরালা ম্যাচে পাস খেলতে চায় কোচ দিয়াস

ইস্টবেঙ্গল ৫ টি ম্যাচ খেলায় ফেলেছে।  তবে ১ টিও জয় পায় নি।  তিনটিতে হেরেছে ও ২ টি ড্র করে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ স্থানে আছে। আগামী রবিবার তারা খেলবে কেরালার বিরুদ্ধে  যারা আগের ম্যাচে ওড়িশাকে ২-১ গোলে  হারিয়ে সকলকে চমকে দিয়েছে। তবে মানালো দিয়াস  চাইছেন প্রচুর পাস  খেলে কেরালার ছন্দ নষ্ট করে দিতে।. মাঝমাঠের সিডল এখনো ফিট নয় তবে রফিক নামবেন। চিমা প্রথম থেকে খেলতে পারেন।