ইস্টবেঙ্গল ৫ টি ম্যাচ খেলায় ফেলেছে। তবে ১ টিও জয় পায় নি। তিনটিতে হেরেছে ও ২ টি ড্র করে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শেষ স্থানে আছে। আগামী রবিবার তারা খেলবে কেরালার বিরুদ্ধে যারা আগের ম্যাচে ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে সকলকে চমকে দিয়েছে। তবে মানালো দিয়াস চাইছেন প্রচুর পাস খেলে কেরালার ছন্দ নষ্ট করে দিতে।. মাঝমাঠের সিডল এখনো ফিট নয় তবে রফিক নামবেন। চিমা প্রথম থেকে খেলতে পারেন।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...