হাবাস ব্যস্ত হয়ে পড়েছেন রক্ষণের ফাঁক ফোকর মেরামতিতে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৭ তারিক ডার্বি ম্যাচে র আগে মোহনবাগানের রক্ষণের এবং মাঝমাঠের ফাঁকফোকর গুলি বোজাতেব্যস্ত হয়ে পড়েছেন কোচ হাবাস ।তার নোটবুকে উঠে গিয়েছে ইস্টবেঙ্গলের দুই খেলোয়াড়ের নাম ১)পেরোসোভিচ ২)অরিন্দম ভট্টাচার্জি ,তিনিচাইছেন পারসোভিচ কে মাঝমাঠে বোতলবন্দি করতে ।অরিন্দম ভট্টাচার্জি গত বছর তাদের দলেই ছিলেন সুতরাং রয় কৃষ এবং অন্যান্য আক্রমণ ভাগের খেলোয়াড়দের দুর্বলতা তিনি খুব ভালো ভাবেই জানেন ।