খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রতি বছর ২১ সে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় ২০১৫ শাল থেকে ।এই যোগ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন নরেন্দ্র মোদী জাতি সংঘের সাধারণ পরিষদে যাতে বিশ্ব ব্যাপী এটি পালিত হয় । এটি বছরের দীর্ঘ তম দিনে পৃথিবীর বহু জায়গায় এটি পালিত হয়ে থাকে ।এর তাৎপর্য্য হলো বিশ্ব ব্যাপী স্বাস্থ্য সম্প্রীতি ও শান্তির জন্য ,জাতি সংঘের একটি সরকারি প্রচার ।