খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাতিসংঘে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার পরে ভারতের আধ্যাত্বিক আন্দোলনে প্রথম সারির পুরোধারা একেসমর্থন করেছিলেন ।ঈশা শা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু বলেছিলেন ,এটি মানুষের অভন্তরীন সুস্থতার জন্য বিশ্বের জন্য একটি অসাধারণপদক্ষেপ ।লিভিং আর্টের প্রতিষ্ঠাতা যোগ গুরু রবিশঙ্কর বলেছিলেন প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা খুবই প্রসংশনীয় । জাতি সংঘের দ্বারা স্বীকৃতি পাওয়ার জন্য যোগ বেয়ামের সুবিধা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ।