অনুশীলনে আধুনিকতার ছোঁয়া ইস্টবেঙ্গলে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল গোয়ার মাঠে ইস্টবেঙ্গলের মহড়া  তে কোচ রবি  ফাউলার  বিশেষ হাইপ্যাড  ক্যামেরার  ব্যবহার করেন । ৩১ ফুট উঁচুতে থাকা এই ক্যামেরা সব থেকে বেশি  ব্যবহার হয় মার্কিন  ফুটবলে ।শক্তি শালী  টেলিস্কোপ  লেন্সের মাধ্যমে  সব খেলোয়াড়ের প্রতিটি  মুহূর্ত  রেকর্ড করা হয় এবং তার পরে ভুল ত্রূটি  বিষশ্লেষণ করে ঠিক  করা হয় । ফাউলার  চাইছেন  বুধ ও বৃহস্পতিবার অনুশীলনে যাবতীয় ভুলভ্রান্তি শুধরে নিতে ।