খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমবার হিরো আইএস এলে অংশগ্রহণ করতে চলা ইস্টবেঙ্গল শিবিরে এই বার থাকছেন একদল প্রতিভাবান ভারতীয় ফুটবলার ।তাদের মধ্যে প্রথমেই আসবেন ভারতীয় জাতীয় দলের নিয়মিত ফরওয়ার্ড জেজে লালপেখলুয়া ,বলবন্ত সিংহ উঠতি সাইড ব্যাক নারায়ণ দাশ,মিডফিল্ডার লিন্ডো এবং মোহাম্মদ রফিকের মত তারকা রা ।জেজে বলেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে নিজের সেরাটা উজাড় করে আমি প্রস্তুত ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...