আগামী ম্যাচে নেই শঙ্কর

ইস্টবেঙ্গলের কোচ ফওলারের  কপালে চিন্তার ভাঁজ। গোলকিপার  শঙ্কর আগের ম্যাচে চোট পেয়েছেন। তবে চোট  গুরুতর নয়। আগামী ম্যাচে খেলতে পারবেন না। এক সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। তিন ম্যাচ হারার পর আগের ম্যাচে ১০ জনে  খেলে ড্র করার পর  খেলোয়াড়দের মনবল অনেক  চাঙ্গা হয়েছে। তবে গোল করতে না পারাই এখন কোচের মাথাব্যাথা।