আজকে ইস্টবেঙ্গলের হার বাঁচানোর লড়াই

আগের দুটি ম্যাচেই  ইস্টবেঙ্গল হেরে গেছে  এবং ৫ গোল খেয়েছে। এদিকে অধিনায়ক ফক্স আহত। ডিফেন্স ও স্ট্রাইকাররা ঠিকমত খেলতে পারছেন না। তাই খুব সমস্যায় আছে ইস্টবেঙ্গল। শুক্রবার দেড়ঘন্টা অনুশীলন হয় ইস্টবেঙ্গলের।আজকে তাদের খেলা  নর্থ ইস্ট  ইউনাইটেড এর বিরুদ্ধে যারা এর আগে দুটি ম্যাচে কেরালা ও গোয়াকে আটকে দিয়েছে। কোচ ফাওলার বলেন খেলোয়াড়দের মনসংযোগ বাড়াতে হবে ও সুযোগ কাজে লাগাতে হবে।