দুই দলই পাসিং ফুটবল খেলতে ভালোবাসে। প্রচুর পাস ও খেলে নিজেদের মধ্যে।খাতায় কলমে মুম্বই সবচেয়ে সেরা দল। তবে ম্যাচ দেখে ফওলার টিম তৈরী করেন। আগের ম্যাচের থেকে দলে পরিবর্তন করা হবে। সোমবারও ফওলার অনুশীলন করিয়েছেন। জেজে আজ খেলতে পারেন।তবে পুরো ম্যাচ খেলবেন কি না ঠিক নেই। কারণ তিনি পুরো ফিট নন। বলবন্ত ও ছন্দে নেই। ফওলার বলেন মুম্বই খুব ভাল দল তবে তিনি তাদের ছন্দ অনুযায়ী খেলতে দেবেন না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...