এস সি ইস্টবেঙ্গল এই বছরের জন্য ড্যানি ফক্সকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করল। ডিফেন্ডার ফক্স দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় আই এস এলের প্রথম থেকেই অধিনায়কত্ব করবেন। তিনি নটিংহাম ও উইগান দলের ও অধিনায়ক ছিলেন। ফক্স বলেন তিনি এই দায়িত্ব পেয়ে আনন্দিত এবং সর্বদা এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। যে বিশ্বাস ও আস্থা তাঁর ওপর রাখা হয়েছে তা তিনি বিফলে যেতে দেবেন না।একই সঙ্গে এন্থনি পিলকিংটনের নাম ঘোষণা করা হলো ইস্টবেঙ্গলের সহ অধিনায়ক হিসাবে ।তিনিও বলেন এই দায়িত্ব পেয়ে তিনি খুব ই গর্বিত ।এর আগে তিনি উইগান অ্যাথলেটিক্স ,নরউইচ সিটি ,কার্ডিফ ফুটবল ক্লাবের মত ফুটবল ক্লাবের সাথে যুক্ত ছিলেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...