ইস্টবেঙ্গলের অভিযোগ

জামশেদপুরের সঙ্গে খেলার পর ফওলার  রেফারিদের বিরুদ্ধে ক্ষোভ  প্রকাশ করেছেন। খারাপ রেফারিংয়ের জন্য ইস্টবেঙ্গল চব্বিশ ঘন্টার মধ্যেই  ফেডারেশনকে চিঠি দিয়েছে । তিনটি ম্যাচে তারা ভুল রেফারিংয়ের স্বীকার। ফওলার  এর মধ্যেই  “ভার ” প্রযুক্তি  শুরু করার দাবি জানিয়েছেন। ইস্টবেঙ্গলের এক কর্তা  জানান যে তাঁরা  ফেডারেশনকে অনুরোধ করেছেন যাতে রেফারিংয়ের মান  উন্নত করা হয়।