ইস্টবেঙ্গলের ড্র

এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেয়ে  ড্র করে এক পয়েন্ট পেল ইস্টবেঙ্গল কেরালার বিরুদ্ধে। আজ জেজে বলবন্ত কেউ খেলেননি। আজ ফক্স খেলায় ইস্টবেঙ্গল  ডিফেন্স অনেক আঁটোসাঁটো  ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে গোল খেয়ে মাত্র ১ পয়েন্ট পেল১৩ মিনিটে গোল করে  এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু তারপর একের পর এক  সুযোগ নষ্ট করায়  গোল আর বাড়েনি। খেলা শেষের ২  মিনিট আগে গোল শোধ করে কেরালা।