খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বার আইএসএলের ৭ নম্বর মরশুমে প্রথমবার নামছে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ।তারা বেশ কিছু বিদেশির সাথে চুক্তি করেছে তার মধ্যে নাম করতে হয় ড্যানি ফক্স তিনি এসেছেন ব্রিটিশ ক্লাব উইগান অ্যাথলেটিক থেকে ।দ্বিতীয় বিদেশী হলেন স্কট নেভিল তিনি এসেছেন অস্ট্রেলিয়ান ক্লাব ব্রিসবেন রোর থেকে ।তৃতীয় বিদেশী হচ্ছেন আরন আমাদী হলোঁয়ে তিনি এসেছেন ব্রিসবেন রোর থেকে ।চতুর্থ বিদেশী এন্টোনি পিলকিংটন ,তিনি আইরিশ উইঙ্গার এসেছেন উইগান অ্যাথলেটিক থেকে ।পঞ্চম বিদেশী হলেন জ্যাক মাগো মা তিনি এসেছেন বার্মিংহাম সিটি থেকে ।তিনি কঙ্গো টিমের জাতীয় দলের খেলোয়াড় ।ষষ্ঠ বিদেশী হলো মার্থি স্টেনম্যান ,তিনি এসেছেন অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েলিংটন ফিনিক্স থেকে ।সপ্তম বিদেশী নিয়ে আলোচনা চলছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...