খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই বার আইএসএলের ৭ নম্বর মরশুমে প্রথমবার নামছে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ।তারা বেশ কিছু বিদেশির সাথে চুক্তি করেছে তার মধ্যে নাম করতে হয় ড্যানি ফক্স তিনি এসেছেন ব্রিটিশ ক্লাব উইগান অ্যাথলেটিক থেকে ।দ্বিতীয় বিদেশী হলেন স্কট নেভিল তিনি এসেছেন অস্ট্রেলিয়ান ক্লাব ব্রিসবেন রোর থেকে ।তৃতীয় বিদেশী হচ্ছেন আরন আমাদী হলোঁয়ে তিনি এসেছেন ব্রিসবেন রোর থেকে ।চতুর্থ বিদেশী এন্টোনি পিলকিংটন ,তিনি আইরিশ উইঙ্গার এসেছেন উইগান অ্যাথলেটিক থেকে ।পঞ্চম বিদেশী হলেন জ্যাক মাগো মা তিনি এসেছেন বার্মিংহাম সিটি থেকে ।তিনি কঙ্গো টিমের জাতীয় দলের খেলোয়াড় ।ষষ্ঠ বিদেশী হলো মার্থি স্টেনম্যান ,তিনি এসেছেন অস্ট্রেলিয়ান ক্লাব ওয়েলিংটন ফিনিক্স থেকে ।সপ্তম বিদেশী নিয়ে আলোচনা চলছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...