ইস্টবেঙ্গলে আগত বিদেশী খেলোয়াড়েরা গুরুদায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছেন

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভিনব ঘটনা দেখা গেলো ডার্বির আগে ।ইস্টবেঙ্গলে  আগত দুই তারকা  ইপিএল  খেলোয়াড়  ড্যানি  ফক্স ও পিলকিংটন কে দেখা গেলো  ভারতীয় তারকা খেলোয়াড় জেজে , বলবন্ত , মোহাম্মদ  রফিক  এবং  লিন্ডো কে ম্যাচ নিয়ে উদ্ভুদ্ধ করার দায়িত্ব তুলে নিয়েছেন । আয়ারল্যান্ডের  জাতীয় খেলোয়াড় পিলকিংটন কয়েকদিন আগেই এক সর্বভারতীয়  সংবাদ মাধ্যম কে  জানিয়েছিলেন যে  তিনি  ইপিএল  খেলার অভিজ্ঞতা ভাগ করে নিতে চান ভারতীয় খেলোয়াড়  দের  সাথে ।