কোচ রবি ফাউলারের নেতৃত্বে এসসি ইস্টবেঙ্গল গোয়ার মাঠে নামবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ১লা ডিসেম্বর মঙ্গলবার ।স্ট্রাইকার আদম লে ফোনরে ফরাসি মিডফিল্ডার বৌমস ,জাপানি মিডফিল্ডার গদ্দারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড় মন্দার রাও দেশাই ও রাউলিং বর্গেস দের নিয়ে মুম্বাই সিটি এফসি ২ টি ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছো ।অন্যদিকে এটিকে মোহনবাগানের কাছে হেরে মনোবল হারাননি রবি ফাউলারের ছেলেরা মুম্বাই সিটি কে হারাতে বদ্যপরিকর তারা ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...