স্পোর্টস সাংবাদিক অ্যালেন মায়ার্স জানিয়েছেন যে যদি সব কিছু ঠিক ঠাক চলে তাহলে ৩২ বছর বয়েসী উইগান অ্যাথলেটিক্স স্ট্রাইকার ,জো গার্নার ইস্টবেঙ্গলে আসছেন সপ্তম বিদেশী হিসাবে । একাধিক সূত্র থেকেই এই খবরের সত্য তা যাচাই করা হচ্ছে ।ট্রান্সফার উইন্ডো যদিও খুলবে জানুয়ারী তে ,তিনি আবেদন উইগান অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য|চুক্তি থাকলেও তিনি ইস্টবেঙ্গলের কোচের আবেদনে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...