আই এস এল খেলা শুরুর ঠিক আগে এস সি ইস্টবেঙ্গল আরো দুটি কো স্পনসর পেল। প্রথম ওয়েবসী রেস্টুরেন্ট এবং দ্বিতীয় বি কে টি টায়ার।ওয়েবসী একটি নামী জাপানি রেস্টুরেন্ট যা কলকাতার কসবায় অবস্থিত। অপরটি একটি নামী টায়ার কোম্পানি। এদের সংযুক্তিতে ইস্টবেঙ্গল আর্থিক ভাবে লাভবান হবে। এই দুই কোম্পানি ও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করেছে। এখন ইস্টবেঙ্গলের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যই সকলের কাম্য।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...