খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল গোয়ার মাঠে কেরল ব্লাস্টার্স য়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল জিতলো ৩-১ গোলে ।ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন উইঙ্গার পিলকিংটন ,ওপর গোলটি করেন যুমনাম গোপী সিংহ । স্থানীয় গোয়ার মাঠে এই দিন ৯০মিনিটে তিনটি অর্ধে ভাগ করে খেলানো হয় । কোচ রবি ফাউলার প্রথম থেকেই ৫ বিদেশী নামিয়ে ম্যাচ শুরু করেন ।কেরলের হয়ে একমাত্র গোলটি করে ব্রিটিশ স্ট্রাইকার গ্যারি হুপার ।কোচ রবি ফাউলার ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে পরীক্ষা করে নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...