করোনা পরিস্থিতিতে গোয়ার দর্শক শুন্য মাঠে ডার্বিখেলা হলেও ,ব্যাতিক্রম ছিল কলকাতার ফুটবল পাগল প্রেমীরা ।কলকাতার নিউ টাউন ,বিধাননগর লেকটাউন ,রাজারহাট এবং বাগুইহাটিতে একধিক জায়গায় স্থানীয় ভাবে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করেছিল আয়োজকরা ।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক পরা এবং দূরত্ব বিধির উপরে নজর দেওয়া হয়েছিল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...