করোনা পরিস্থিতিতে গোয়ার দর্শক শুন্য মাঠে ডার্বিখেলা হলেও ,ব্যাতিক্রম ছিল কলকাতার ফুটবল পাগল প্রেমীরা ।কলকাতার নিউ টাউন ,বিধাননগর লেকটাউন ,রাজারহাট এবং বাগুইহাটিতে একধিক জায়গায় স্থানীয় ভাবে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করেছিল আয়োজকরা ।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক পরা এবং দূরত্ব বিধির উপরে নজর দেওয়া হয়েছিল ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...