এস সি ইস্টবেঙ্গল ও চেন্নাই অফ সি ২-২ গোলে ড্র করল। গত ম্যাচে ডিফেন্সের দোষে জয় পায় নি। এই ম্যাচেও প্রথম গোল করে এগিয়ে যায় চেন্নাই। ছানতে ১৩ মিনিটের মাথায় গোল করেন বিনাবাধায় প্রায় ৪০ গজ ছুটে গিয়ে। ১৭ মিনিটে রফিক সহজ সুযোগ নষ্ট করেন। বিরতির পর ফওলার তিনটি পরিবর্তন করেন। জাইরুর কর্নারে হেড করে সমতা ফেরান স্টেনমান। ৪ মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় চেন্নাই। তবে আবার স্টেনম্যান গোল করে সমতা ফেরান।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...