মুম্বই ম্যাচের ৬ মিনিটেই চোট পেয়ে বসে যান ইস্টবেঙ্গলের অধিনায়ক ফক্স। তারপরেই লালহলুদ দল দিশাহারা হয়ে যায়। ফক্সের চোটের জায়গা ফুলে রয়েছে। আজ স্ক্যান করার পর জানা যাবে চোটের অবস্থা।আরেক বিদেশী আমাদি ও ডিফেন্ডার গুরতেজ সিংহ পুরো সুস্থ নন। আজ অনুশীলন বন্ধ ছিল। পরের ম্যাচে লিংডো ও সি কে বিনীত কে খেলানো হতে পারে। ফওলার আশাবাদী সুযোগ তার দলের ও আসবে।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...