মোহনবাগান কর্তারা মানছেন কোচ হিসাবে ফাউলারকে এনে বাজিমাত করেছে ইস্টবেঙ্গল।তাঁর ফুটবল মস্তিস্ক একেবারেই আলাদা। নিজে সেট পিস হাতে কলমে করে দেখাচ্ছেন। ৩০ গজ দূর থেকে শট মেরে গোল করছেন দেখে খেলোয়াড়রা অবাক। এই বয়সেও মারাত্মক ফিট। দলের সব খেলোয়াড়দের কাছ থেকেই ফওলার শ্রদ্ধা ও সম্ভ্রম আদায় করে নিতে পেরেছেন। নতুন বিদেশী খেলোয়াড়দের খেলার ধরন এখন কেউ জানে না যা চমক হতে পারে এটিকে মোহনবাগানের কাছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...