এস সি ইস্টবেঙ্গল কোচ নিজে লিভারপুলের হয়ে প্রচুর ডার্বি ম্যাচ খেলেছেন। তাই নিজের অভিজ্ঞতা থেকে খেলোয়াড়দের বোঝাচ্ছেন আবেগ নয় মাথা ঠাণ্ডা রেখে তা ব্যবহার করতে। ডার্বিতে সুযোগ খুব কম আসে। তাই মাগোমা , জেজে,পিলকিংটন সবাইকে বলছেন উত্তেজনা প্রশমন করতে হবে। সোমবার ৩৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন ফওলার। চোটের জন্য চুলভা বাদ পড়েছেন এবং বিনীত অনুশীলন শুরু করেছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...