খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৯৯৪ সালে তিনি লিভারপুলের হয়ে মাঠে নামেন এবং ২০০১ শাল পর্যন্ত তিনি ওই ক্লাবে টানা খেলেছিলেন ।দুই বছর পরে ক্লাব বদল করে তিনি লিড্স্ উনাইটেডে যোগ দেন । ২০০৬ সালে তিনি আবার লিভারপুল ক্লাবে ফিরে আসেন ।লিভারপুলের হয়ে ৩৬৯ টি ম্যাচ খেলে ১৮৩ টি গোল করেছিলেন । শুধু লিভারপুলের নন সেরা স্কোরার দের তালিকা তে তিনি আছেন অ্যালেন শিয়ারার ওয়েন রুনি স্টিভেন জেরার্ড থিয়েরি হেনরি এবং ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দের সঙ্গে ।ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি ২৬ টি ম্যাচে তিনি ২৬ টি ম্যাচে ৭ টি গোল করেছেন খেলেন ইউরো ১৯৯৬ ও ২০০০ এবং বিশ্বকাপ ১৯৯৮।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...