আগের খেলায় জামশেদপুরের বিরুদ্ধে প্রায় ৭০ মিনিট ১০ জনে খেলে ইস্টবেঙ্গল ড্র করেছিল। ফলে তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু এখনও গোলের খাতা খোলেনি। হায়দরাবাদ এখন ও কোন ম্যাচে হারেনি। ইস্টবেঙ্গলের গোলরক্ষক শঙ্করের চোট ,জেজে ও বলবন্ত দুজনেই ফর্মের ধরে কাছে নেই। কাজেই গোল কে করবেন তাই নিয়ে চিন্তায় কোচ, সভ্য ও সমর্থকরা।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...