শক্তিশালী হায়দরাবাদের মুখোমুখি আজকে ইস্টবেঙ্গল

আগের খেলায় জামশেদপুরের  বিরুদ্ধে   প্রায় ৭০ মিনিট  ১০ জনে  খেলে  ইস্টবেঙ্গল ড্র  করেছিল।  ফলে তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।  কিন্তু এখনও  গোলের খাতা খোলেনি। হায়দরাবাদ  এখন ও কোন ম্যাচে হারেনি। ইস্টবেঙ্গলের গোলরক্ষক শঙ্করের চোট ,জেজে ও বলবন্ত দুজনেই ফর্মের ধরে কাছে নেই। কাজেই গোল কে করবেন তাই নিয়ে চিন্তায় কোচ, সভ্য ও সমর্থকরা।