সন্দেশ, প্রীতম, প্রণয় ও তিরি করার চক্রব্যূহ ভাঙাই রবির লক্ষ্য

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লাল হলুদ কোচ রবি ফাউলারের চোখ উইলিয়ামস অথবা রয় কৃষ্ণার চেয়েও বেশি তীক্ষ্ণ হয়ে আছে হাবাসের রক্ষণ ভাগের সন্দেশ ঝিনগন ,প্রীতম কোটাল ,প্রণয় হালদার এবং তিরির গড়া রক্ষণ ভাগের দিকে ।শেষ প্রহরী অরিন্দম ও তার লক্ষের বাইরে নয় ।তিনি জে যে বলবন্ত বা মাঘমা দের বোজাচ্ছেন কোন কৌশলে এই দুর্গম রক্ষণ তারা ভাঙবেন ,এর পরে তারা বেশি জোর
দিচ্ছেন ফ্রিক কিক অথবা কর্নার থেকে গোল করার ব্যাপারে । খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন বিপক্ষের পেনাল্টি বক্সের কাছাকাছি অঞ্চলে দ্রুত নিজেদের মধ্যে পাস্ খেলে ডিফেন্ডারদের ধন্দে ফেলে দিতে ।