আজ মুখোমুখো রয় কৃষ্ণ ও সুনীল ছেত্রী।মোহনবাগান এখনো ৬ ম্যাচ খেলে চারটি জিতেছে ও ১টি ড্র করেছে। হেরেছে মাত্র একটিতে। বেঙ্গালুরু কোন ম্যাচে হারেনি।তারা তিনটি জিতেছে ও তিনটি ড্র করেছে। হাবাস বলেন তাদের লক্ষ্য ভালোভাবে মার্কিং করা ও বিপক্ষকে গোল করতে না দেওয়া। বেঙ্গালুরু কোচ কুদ্রাত বলেন মোহনবাগান সংঘবদ্ধ দল হিসাবে খেলছে এবং রক্ষণ খুব ভাল।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...