জামশেদপুর এফ সির কাছে ২-১ গোলে হেরে গেল মোহনবাগান। জামশেদপুর এবারে প্রথম জয় পেল এবং হিরো হয়ে গেলেন ভালস্কিস।তিনি দুটি গোল করেন। জামশেদপুর কোচ আওয়েন মোহনবাগানের ডানদিক ভোঁতা করতে জ্যাকিচাঁদ সিংহকে বাঁ দিকে নামান ও এই চালটা কাজে লেগে যায়। প্রথমার্ধে জামশেদ ১ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে তারা ব্যবধান বাড়ায়।৮০ মিনিটের মাথায় কৃষ্ণা ১ গোল শোধ করে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...