খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এটিকে মোহনবাগান টিমে ভারতের জাতীয় দলে খেলোয়াড় মনবীর সিংহ এবং সন্দেশ ঝিনগণের যোগদানে স্কোয়াডটি খুব শক্তি শালী হলো এই ছাড়াও গতবারের এটিকে দলের খেলোয়াড় রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস,জাভিয়ার হার্নান্দেজ এবং কার্ল ম্যাকহিউ এবং টিরির যোগদানে দলটি খুব শক্তিশালী হয়েছে ।সঙ্গে যোগ দিয়েছেন ব্রাডেন ইনমান তাই মিডফিল্ড ও খুব পোক্ত হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...