গ্লেন মার্টিন্স য়ের যোগদানে এটিকে মোহনবাগান আরো শক্তিশালী হলো

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গ্লেন  মার্টিন্স য়ের  যোগদানে এটিকে  মোহনবাগান ক্লাব খুব শক্তিশালী দলে  পরিণত হলো ।২৬ বছর  বয়েসী  খেলোয়াড় মার্টিন্স  এর আগে ২০১৯-২০ মরশুমে গোয়ার চার্চিল  ব্রাদার্সের হয়ে খেলেছিল হিরো আই লীগ এবং তার ভূমিকা যথেষ্ট সদর্থক ছিল ।এই মার্টিন হচ্ছে গোয়ার  সেসা  ফুটবল একাডেমির খেলোয়াড় ।তিনি ২০১৪ সালে নিজের ক্যারিয়ার শুরু করেন হিরো আই লিগে ।