মাইকেল সুসাইরাজকে ডার্বিতে পাওয়া যাবে না এই ধরেই হাবাস প্রস্তুতি নিচ্ছিলেন। আজ এম আর আই রিপোর্ট আসার পরেই তা নিশ্চিত হয়ে যায়। শুধু ডার্বি নয় তার পরের কয়েকটি ম্যাচেও তাকে পাওয়া যাবে না।একে করোনার জন্য অনেক পরে অনুশীলন শুরু হয়েছে এবং প্রস্তুতিও কম হয়েছে তার ওপর বিদেশী খেলোয়াড় সুসাইরাজের চোট এ অবস্থায় হাবাস অতিরিক্ত বিদেশী খেলোয়াড় জনসনকে আজ অনুশীলন করান। ডিফেন্ডার তিরি জানান জেজে ,বলবন্ত্র আমাদের পরিচিত। ডার্বি কঠিন ম্যাচ তবে তিন পয়েন্ট পেতে হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...