দলের খেলোয়াড়দের ভুল বার করতে বললেন হাবাস

তিন ম্যাচ জয়ের পর মোহনবাগান হেরে গেছে সোমবার। এই হার থেকে শিক্ষা  নিয়ে  কোচ  হাবাস এগোতে চান। তিনি বলেন  এটা একটি দুর্ঘটনা। পরের খেলা হায়দরাবাদ  এফ  সির সঙ্গে । গোলে খেলেন সুব্রত পাল। জামশেদপুর ও বেঙ্গালুরু  তাদের হারাতে পারেনি। মঙ্গলবার অনুশীলনের পরে হাবাস ছিলেন শান্ত। তিনি তাঁর খেলোয়াড়দের নিজেদের ভুল বার করতে বলেন।  তিনি সব শুনে তারপর ভুল ভ্রান্তি  শুধরে দেবেন।