এটিকে মোহনবাগান তথা ভারতের ফুটবল প্রেমীদের কাছে দুঃসংবাদ এই যে আন্টি ক্রিউসিয়াত লিগামেন্ট ইনজুরি (এসিএল ) ইনজুরির জন্য গোয়া তে অনুষ্ঠিত চলতি সুপার লীগ খেলা থেকে সরে দাঁড়াতে হতে পারে এটিকে মোহনবাগানের এটাকিং মিডফিল্ডার এবং ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় মাইকেল সুসাইরাজ কে।উল্লেখ্য ২০ তারিকে অনুষ্ঠিত মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে তিনি আহত হয়ে মাঠ ছাড়েন ।