রক্ষণ সংগঠন মজবুত করাই হাবাসের লক্ষ্য

এ টি কে  মোহনবাগানের  স্পেনের কোচ হাবাস রক্ষণে  বেশি নজর দিচ্ছেন।তাঁর চিন্তা রক্ষণ  মজবুত করে  আক্রমণে যাওয়া।  =এবার তিনি দলে পেয়েছেন তিরি, শুভাশিস বসু ও সন্দেশ জিঙ্ঘানকে। প্র্যাক্টিসে তিনি সন্দেশ ও তিরি কে  একসঙ্গে  খেলাচ্ছেন। সঙ্গে পরীক্ষা করছেন সুমিত  রাঠীকে। প্রবীর দাসকে রক্ষণের  সঙ্গে সঙ্গে আক্রমণ তৈরি করার বাড়তি দায়িত্ব দেবেন বলে ঠিক করেছেন।