শুক্রবার সবুজ মেরুন জার্সি পড়তে চায় মোহনবাগান 

সারা ভারতবর্ষ তাকিয়ে আছে শুক্রবার ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি  দেখার জন্য। এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। ভাস্কর তিলক ময়দানে শুক্রবার  সন্ধ্যায়   খেলা শুরু হবে। তবে মোহনবাগান কর্তারা চেষ্টা করছেন যাতে সবুজ মারুন জার্সি পড়ে   খেলা যায়। ম্যাচ কমিশনার অনুমতি দিলে তবেই তারা এই জার্সি পড়তে পারবে। ম্যাচের আগেরদিন ম্যানেজার্স মিটিঙে ম্যাচ কমিশনার এই ব্যাপারে  সিদ্ধান্ত নেবেন।  এদিকে কোচ হাবাস চোখের আড়ালে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।