মোহনবাগান শিবিরে ডার্বি প্রস্তুতি শুরু হল। রবিবার সকালে কোচ হাবাস দেড় ঘন্টা অনুশীলন করান। কেরালার সঙ্গে খেলার পর রবিবারই প্রথম মোহনবাগান অনুশীলন করল। সুসাইরাজের চোটের জায়গায় ফোলা কমলেও ব্যাথা আছে। রবিবার তার এম আর আই করা হয়েছে। সোমবার রিপোর্ট হাতে আসবে। তার পরিবর্তে হাবাস তৈরী করছেন শুভাশিস বসুকে , যিনি আগে ডার্বি খেলেছেন। এদিকে ডার্বির জন্য মনোনিবেশ করছেন কৃষ্ণা ,গার্সিয়ারা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...