গতকাল গোয়ার তিলক ময়দানে বছরের প্রথম ডার্বি ছিল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের । সেই খেলা তে ২-০ গোলে মোহনবাগান জয়ী হয় । গতকাল মারাডোনার প্রয়ানে শোকস্তব্ধ ফুটবলার রা কালো ব্যান্ড পরে নেমেছিল ।ভারতের দুই প্রয়াত কিংবদন্তি খেলোয়াড় প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে মাঠে ১ মিনিটের নিরাবতা পালন করেছিল ।প্রথম
অর্ধ গোল শুন্য ছিল এবং দ্বিতীয় অর্ধে ৪৯ এবং ৮৫ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করেন রয় কৃষ্ণ এবং মানবীর সিংহ ।