এই মরসুমে পর পর প্রথম তিন ম্যাচ জিতলেও পরের ম্যাচ দুটি জিততে পারেনি মোহনবাগান। চতুর্থ ম্যাচে তাদের হারায় জামশেদপুর ও পঞ্চম ম্যাচে তারা ড্র করে হায়দরাবাদের সঙ্গে। শেষ ম্যাচে মনবীর গোল করে দলকে এগিয়ে দিলেও তার ভুলেই হায়দরাবাদ পেনাল্টি পায় এবং গোল শোধ করে। তবুও হাবাস মনবীরের পাশেই আছেন। তবে তিরি ও জাভির চোট নিয়ে হাবাস চিন্তায় পড়েছেন।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...