পুজোর জাজেদের সংখ্যা কমানোর অনুরোধ করা হয়েছে

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ সরকার  এই বার  খুব স্পষ্ট ভাবে প্রতিটি পুজো কমিটি কে নির্দেশ দিয়েছেন যে ,এইবার  পুজোর  বিচার  করতে আসা  বিচারকের সংখ্যা অনেক অংশেই কমাতে হবে । সর্বোচ্চ ভাবে  দুটো গাড়ির বেশি জাজেদের  কোনো পান্ডেলেই প্রবেশ করানো যাবেনা সামাজিক দূরত্ব বিধির  কথা মাথায় রেখে ।তারা যতটা সম্ভব ইলেক্ট্রনিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লোকজন যাতে পুজো দেখতে পারে তার ব্যবস্থা করবে ।