ডার্বির ইতিহাস

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এখন অব্দি ৩৩১ বার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যা বর্তমানে এসসি ইস্টবেঙ্গল ও মোহনবাগান নামে পরিচিত তারা পরস্পরের মুখোমুখি হয়েছে ।এই প্রযোগিতাতে মোহনবাগান অথবা এটিকে মোহনবাগান জিতেছে ৯৭ বার এসসি ইস্টবেঙ্গলজিতেছে ১২২ বার ,এবং দুই দলের খেলা ড্র হয়েছে ১১২ বার ।