ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সারা বিশ্ব জুড়ে বিশাল এবং উৎসর্গীকৃত ভক্তবাহিনী আছে ।উভয় ক্লাব
বাঙালিদের একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করে ।মোহনবাগানে বিদ্যমান সমর্থকেরা প্রতিনিধিত্ব করেন বঙ্গের পশ্চিম অংশের বাসিন্দাদেরযারা ঘটি নামে পরিচিত ।ওপর দিকে পূর্ব বাংলার প্রাথমিক ভাবে স্বাধীনতার আগে বাংলা প্রদেশের পূর্ব অংশ থেকে আশা লোকজন “বাঙাল”নামে পরিচিত এরাই ইস্টবেঙ্গলের সমর্থক । স্কটল্যান্ডেও অনুরুপ জনগোষ্ঠী ভিত্তিক দুটি ক্লাব আছে সেলটিক এবং রেঞ্জার্স ।সেল্টিক প্রতিনিধিত্ব করে ইস্টবেঙ্গল য়ের জনগোষ্টি কে এবং রেঞ্জার্স প্রতিনিধিত্ব করে মোহনবাগান য়ের জনগোষ্টি কে ।