খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কার্তিক মাসের অমাবশ্যার কালীপূজা টি ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেলেও এর নামকরণ হয় দীপান্বিতা কালীপূজা ।এই ছাড়াও মাসের অন্যান্য মাসে অমাবশ্যার দিন যে কালীপূজা হয় সেই গুলি হলো রটন্তী কালীপূজা ,ফলহারিণী কালীপূজা, কৌশিকী কালীপূজা ।কৌশিকী কালীপূজা দেবী তারার সাথে যুক্ত এবং এটি ভাদ্র মাসে অমাবশ্যার সাথে পালিত হয় । অপরদিকে রটন্তী কালীপূজা মাঘ মাসের চতুর্দশী তে অনুষ্ঠিত হয় ,এবং জ্যৈষ্ঠ মাসের অমবস্যা তে পালিত হয় ফলহারিণী কালীপূজা ।ফল হারিনি কালীপূজা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ রামকৃষ ,শ্রীশ্রী সারদা দেবীর নাম এই পুজোর সাথে যুক্ত । ১৮৭২ সালেই দিনে রামকৃষ দেব মা সারদা কে দেবী হিসাবে পুজো করে ছিলেন ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...