কালীপূজা

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : হিন্দু দেবী কালীর পূজা কে কেন্দ্র করে যে অনুষ্ঠান হয় তাকে শ্যামাপূজাও বলে । সাধারণত বাঙালি হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয় ।বাংলার গৃহে অথবা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমা তে নিত্যপূজা হয়ে থাকে । তবে কার্তিক মাসের অমবস্যা তিথিতে তে অনুষ্ঠিত সারা বছরের সাবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয় ।ঐদিন আতশবাজি ও আলোকসজ্জার মধ্যে দিয়ে সারা রাত্রি উৎসব অনুষ্ঠিত হয় ।