নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১৬ শতকের আগে কালীপূজা অজানা ছিল ভারতীয় দের কাছে এটি দেশবাসীর মধ্যে প্রচলন করেন বিখ্যাত ঋষি কৃষ্ণানন্দ আগমবাগীশ ।এই পুজোর ব্যাপক প্রসার ঘটান পশ্চিমবাংলার নদীয়া জেলার রাজা কৃষ্ণ চন্দ্র ।১৯ শতকে এটিব্যাপক জনপ্রিয়তা লাভ করে যখন কালীসাধক রামকৃষ দক্ষিনেশ্বর মন্দিরে মা ভবতারিনীর পুজো শুরু করেন ।কালীপুজোর ব্যাপকতা দেখা
যায় পূর্ব মেদিনীপুরের তমলুক ,উত্তর ২৪ পরগনার বারাসাত ব্যারাকপুর ও নৈহাটিতে ।