খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল করোনা আবহাওয়ার মধ্যে ট্রেন চালু হলেও অন্যান্য বারের মত উপচে পড়া ভিড় চোখে পড়েনি ।রেল সূত্রে জানা যাচ্ছে শিয়ালদাহ থেকে বারাসাত ,বনগাঁ ,নৌহাটি ,রানাঘাট ,শান্তিপুর ,ক্যানিং এবং বজবজের মতো শাখায় যত ট্রেন ছেড়েছে তার বেশির ভাগ ছিল ফাঁকা ।হাওড়া ও শিয়ালদাহ থেকে ছাড়া শেষ ট্রেনেও যাত্রীদের ভিড় সেইভাবে চোখে পড়েনি ।