খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কথিত আছে নবদ্বীপের নামকরা তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ কে বাংলায় কালীমূর্তি ও কালীপুজোর প্রবর্তক মনে করা হয় ।তার পূর্বে কালী উপাসকরা ইষ্টদেবীর যন্ত্র একে বা খোদাই করে পুজো করতেন ।ওইতিহাসিক পাঁচকরি বন্দ্যোপাধ্যায় লিখেছেন কৃষানন্দ আগমবাগীশ স্বয়ং কালীমূর্তি তৈয়ারি করিয়া পুজো করিতেন তবে বাংলার সাধক সমাজ তার এই পদ্ধতিকে সেই সময় উপেক্ষা করিত ।তবে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দী তে কালীপুজো কে জনপ্রিয় করে তোলেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...