খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ট্রেন ধরে গাদাগাদি করে কালীপুজো দেখতে যাওয়ার ভিড় এইবার চোখে পড়েনি কলকাতা সহ বর্ধমান,হুগলি ,শান্তিপুর ,রানাঘাট অথবা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাতে ।হাওড়া কাটোয়া শাখা তে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বেরোনো যাত্রীদের ভিড় তেমন চোখে পড়েনি ।হুগলির পান্ডুয়াতে ট্রেনে করে বহু লোক কাইঠাকুর দেখতে আসেন সেই ভিড় এইবার চোখে পড়েনি ।যোগী আদিত্যনাথের মানবিক মুখ দেখলো উত্তর প্রদেশ
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...