খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রানী রাশমনি প্রতিষ্ঠিত বহু প্রাচীন এই কালীমন্দিরে কার্থিক মাসের অমাবশ্যায় কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে । এই খানে কালীমূর্তি কে মা ভবতারিণী রূপে পুজো করা হয় ।এই মন্দিরের পূজারী ছিলেন স্বয়ং রামকৃষ্ণ দেব ,কথিত আছে তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন তার পর থেকে এই পুজো এবং মন্দির খুব জনপ্রিয় হয় ।