খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কার্তিক মাসের অমবস্যা তিথিতে যে কালীপূজা অনুষ্ঠিত হয় সেই দিনটি কে দীপান্বিতা কালীপূজা নামে ডাকা হয় ।ভারতের অন্যান্য জায়গায় এটিকে দীপাবলি উৎসব হিসাবেও পালন করা হয় ।সর্বভারতীয় ক্ষেত্রে এই দিনটি লক্ষীপূজা অনুষ্ঠিত হলে বাঙালি ,অসমীয়া এবং ওড়িশা বাসীরা এই দিন কালীপূজা অনুষ্ঠিত করে থাকেন ।এই ছাড়া মাগ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জৈষ্ট্য মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফল হারিনি কালীপূজা ও যথেষ্ট জনপ্রিয় ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...