খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল জলপাইগুড়ির জাতীয় সড়কের পাশ থেকে দাবিদার বিহীন দুটি বাক্স থেকে প্রচুর শব্দবাজি উদ্ধার করেন পুলিশ ।পাশাপাশি পশ্চিমমেদিনীপুরের গোয়ালটোর থেকে বাজি বিক্রির অভিযোগে দুইজন ঘাটাল মহকুমা থেকে ৫ জন কে গ্রেপ্তার করে পুলিশ ।পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকে বে আইনি বাজি সহ পুলিশ ৮ জন কে গ্রেপ্তার করে এবং উদ্ধার করা হয়েছে ১৪২ কেজি পটকা ।পূর্ব বর্ধমানের ভাতারে বাজি সহ দুইজন কে আটক করা হয়েছে ।